Friday, November 4, 2016


মূর্তিহীন মন্দির গড় ঋদয় আঙিনা পড়ে 
দেখবে কেহ ভাঙবেনা তা রইবে অবনী পরে 
তোমরা তো জান মাটির প্রতিমা শুধু এই বাংলাতে ; অন্য সবাই পাথরে গড়ে গাঁইতি শাবল দিয়ে !

এই  বার এস মূর্তি গড়ি ভালোবাসা বন্ধনে 
পাষান প্রতিমা কাঁদেনা হাসেনা বিরহ বিসর্জনে 
তিন দিন পূঁজা তবুও তাঁহার বাকিদিন গুলো তেমনই কাটে মাটি পানি জল হয়ে !

আমরা সবাই চিনি উহাদের বিধাতা বোঝেনা ভাব ? অত বোকা হলে নিখিল বিশ্ব অচল হইতো কবে !